North24Paragana1

Dec 06 2023, 19:39

হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির বিধায়ক মদন মিত্র সুস্থতা কামনায় যজ্ঞ

উত্তর ২৪ পরগনা: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির বিধায়ক মদন মিত্র। গত সোমবার রাত ৯ টা নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি করা হয় বিধায়ককে। আর তার সুস্থ কামনায় এবার তারই অনুগামীরা পুজোর আয়োজন করেন। এদিন বেলঘরিয়া উন্নয়ন ক্লাবের সম্পাদক সন্দীপ দাসের তত্বাবধানে সম্পন্ন হয় শিব কালী আরাধনার। বিধায়ক মদন মিত্রের সুস্থতা কামনা করে আয়োজনও করা হয়। যেখানে উন্নয়ন ক্লাবের সদস্যের পাশাপাশি এলাকার মানুষেরাও সামিল হন। যজ্ঞের আয়োজনও করা হয় বিধায়কের সুস্থতা কামনা করে।

এলাকার লোকজনও সামিল হন এই দিনের এই পুজোয়।

সোমবার বিধানসভায় যাওয়ার পর থেকেই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল বিধায়কের। বাড়ি ফেরার পরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট বাড়তে থাকলেই আর বিলম্ব না করে হাসপাতালে ভর্তি হন বিধায়ক। তার পর থেকেই তার অনুগামীরা সুস্থতা কামনা করেন। এদিন সকাল থেকে একেবারে নির্জলা উপোস করে পুজোর মাধ্যমে কালী পুজো করে আরাধনার আয়োজন করেন উন্নয়ন ক্লাবের সম্পাদক সন্দীপ দাস।

North24Paragana1

Dec 06 2023, 19:37

সমবায় সমিতির ভোটে ফের জয়জয়কার বামেদের

উত্তর ২৪ পরগনা: গাইঘাটা শিমুলিয়া পাড়া আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হল বামেরা। তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে কোন মনোনয়ন পত্র জমা দেওয়া হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এল বামেদের। ৬ আসন বিশিষ্ট এই সমবায় সমিতির মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বর মাসে, আদালতের নির্দেশে ভোট হওয়ার কথা ছিল আগামী ২৩শে ডিসেম্বর। গতকাল ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।আর এই শেষ দিনে বিরোধী কেউ মনোনয়ন পত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বামেরা। বামেদের এই জয় বাম কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে স্থানীয় বাম নেতৃত্ব।

North24Paragana1

Dec 06 2023, 15:27

কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে এলাকায় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে

উত্তর 24 পরগনা: বাদুড়িয়ার "জগন্নাথপুর পঞ্চায়েত" এর ৫ নম্বর সংসদের উত্তর দিয়ারা,দাসপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের ঘটনা ।

এলাকার মানুষের অভিযোগ-গত পঞ্চায়েত ভোটে জগন্নাথপুর পঞ্চায়েতের ৫ নম্বর সংসদে কংগ্রেস জেতে। কিন্তু পঞ্চায়েত দখল করে তৃণমূল । এই সব এলাকার মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই কারণে পঞ্চায়েত থেকে জল বন্ধ করে দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের । বাড়িতে বাড়িতে কলের ট্যাপ আছে কিন্তু জল নেই । ৪ থেকে ৫ কিলোমিটার দূরে গিয়ে জল নিয়ে আসতে হয় গ্রামের মহিলাদের । গ্রামের মানুষের দাবি রাজনীতি ভুলে জলের পরিষেবা অবিলম্বে চালু করা হোক ।

যদিও জগন্নাথপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান-নিতা মন্ডল দাস জানান, এখানে কোন রাজনীতির বিষয় নেই।জল প্রকল্পের কাজ চলছে, ২০২৪ সালের মধ্যে সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে" ।

North24Paragana1

Dec 05 2023, 11:57

মৎস্যজীবীর নৌকা চুরি

উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের জলদস্যুরা চুরি করেছে বলে অনুমান ।সুন্দরবন লাগাওয়া সন্দেশখালীর ঢোলখালীর " ডাসা " নদীর ঘটনা ।প্রতিদিনের মতো সুন্দরবন লাগোয়া বিভিন্ন নদীতে মাছ ধরে বিকেলে নদীর ধারে নৌকা বেঁধে রেখেছিল অপর্ণা মন্ডল ।

আজ সকালে নৌকা নিয়ে মাছ ধরতে যাবে বলে নদীর ঘাটে গিয়ে দেখে নৌকা নেই , বহু খোঁজাখুঁজির পরেও নৌকা পাওয়া যায়নি । সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেন অপর্ণা মন্ডল ।

স্বামী প্রেমাংশু মন্ডল শারীরিক অসুস্থতার কারণে শয্যাশায়ী , তাই অপর্ণা মন্ডলীই নদীতে মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে যেমন তেমন করে সংসার চালাতো। নৌকাটি চুরি হওয়ায় সমস্যায় পড়েছে অপর্ণা মন্ডল ও তার পরিবার ।

North24Paragana1

Dec 05 2023, 11:56

বিএসএফের পরিতক্ত স্পিড বোডে ভয়াবহ আগুন

উত্তর ২৪ পরগনা: বিএসএফের পরিতক্ত স্পিড বোডে ভয়াবহ আগুন‌।ভস্মীভূত হয়ে যায় স্পিড বোর্ডটি ।হাসনাবাদে ডাসা নদীর ধারে বনবিবি সেতুর নিচে বিএসএফ ক্যাম্পের পাশের ঘটনা ।নদীর পারে তুলে রাখা পরিতক্ত স্পিড বোর্ডটিতে হঠাৎই আগুন লেগে যায় ।আশেপাশে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে থাকায় তাতেও আগুন ধরে যাওয়ার আশঙ্কায় আতঙ্ক ছড়ায় ।দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায় । ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে স্পিড বোটটি ।

North24Paragana1

Dec 04 2023, 17:49

বিজেপির সভায় যাওয়ার অপরাধে আদালতের নির্দেশকে অমান্য করে বাড়িতে ঢোকার রাস্তা আটকে দিল তৃণমূল আশ্রিত প্রতিবেশী

উত্তর ২৪ পরগনা: ঘটনাটি উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া যোগেশগঞ্জের পাটঘরা এলাকার ।

অভিযোগ,গত ১৮ তারিখ যোগেশগঞ্জ বাজারে একটি বিজেপির সভা হয়। সেই সভায় যোগদান করেন জয়ন্ত বাইন সহ বেশ কয়েকজন । এরপরেই জয়ন্ত বাইন সহ ওখানকার বেশ কয়েকটি পরিবারের বাড়িতে ঢোকার রাস্তা বেড়া দিয়ে আটকে দেয় প্রতিবেশী প্রভাস মন্ডল ।

আরো অভিযোগ প্রভাস মন্ডল এই এলাকার তৃণমূলের সক্রিয় কর্মী , তাই তৃণমূলের নেতাদের সহযোগিতায় রাস্তা আটকে বেড়া দিয়ে দেয় । এই রাস্তা আটকে দেওয়ার ফলে বাড়ি থেকে বেরোতে পারছে না এই বাড়িগুলির পরিবারের কেউ।এছাড়াও খাওয়ার জল আনতে পারছেন না তারা। ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছে না । কাজকর্মে বাইরে যেতে পারছে না । এক কথায় চরম সমস্যার মধ্যে পড়ে আছে এই পরিবার গুলি ।

তাদের দাবি দীর্ঘ বছর ধরে এখানে এই পরিবারগুলি বসবাস করছে । এই রাস্তা দিয়েই তারা যাতায়াত করে।সেখানে রাস্তার পাশে মৃত পরিবারের এক সদস্যের একটি শহীদ বেদী তারা করেছিল । রাস্তার জায়গা যদি প্রভাস মন্ডলের হয় তাহলে যখন পরিবারের মৃত ব্যক্তির শহীদ বেদী করা হয়েছিল তখন কেন বাধা দেননি । এই নিয়ে বেশ কিছুদিন ধরে সমস্যা চলছিল । এবং আদালতের আশ্রয় নেয় জয়ন্ত বাইন সহ এখানে বসবাসকারী বেশ কয়েকজন । আদালতের থেকে স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয় ২৪ জানুয়ারি মাস পর্যন্ত ।

কিন্তু তার আগেই আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা বেড়া দিয়ে আটকে দেওয়া হয়।যদিও এই বিষয়ে যিনি বেড়া দিয়েছেন সেই প্রভাস মন্ডল জানান, "ওই রাস্তার মধ্যে তার জমি আছে সেই কারণে তিনি বেড়া দিয়ে আটকে দিয়েছে।আদালতের নির্দেশের মেয়াদ শেষ হওয়ার পরেই তিনি বেড়া দিয়েছেন বলে দাবি।" কিন্তু আদালতের নির্দেশ নামায় ২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত তারিখ লেখা আছে । যদিও এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ফোনে জানান-বেআইনিভাবে কোন কাজ হলে তিনি দখলমুক্ত করে দেবেন ।

North24Paragana1

Dec 03 2023, 10:28

শিক্ষকের বদলি আটকাতে শিক্ষককে জড়িয়ে ধরে কান্না ছাত্র-ছাত্রীদের

উত্তর ২৪ পরগনা: বাদুড়িয়া ব্লকের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের "রাজাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের" ঘটনা।রাজাপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিউটন বিশ্বাস ২০২১ সালে শিক্ষক হিসেবে জয়েন করেন।তারপর থেকে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের মনে জায়গা করে নেন তিনি।

ওই শিক্ষকের বদলির খবর আসতেই স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবকরা ।শিক্ষক ঘর থেকে দরজা খুলে বেরোতেই একরাশ হতাশা চোখের জল নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছাত্র-ছাত্রীরা।শিক্ষককে জড়িয়ে ধরে না যাওয়ার আর্জি জানায় তারা।ওই শিক্ষকে স্কুল থেকে যেতে দিতে নারাজ সকলেই।

North24Paragana1

Dec 02 2023, 10:00

রাস্তার দাবীতে বিক্ষোভ গ্রামবাসীদের

উত্তর ২৪ পরগনা: সুদূর বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে দুর্গাপুরের ঘটনা।দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এদিন গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। বায়ালানি মোজাম মোড় থেকে নরেন দাসের ঘাট পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল।গ্রামবাসীদের অভিযোগ তাদের দীর্ঘদিনের এই রাস্তার সংস্কারে ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত উদাসীন।

প্রায় ৪ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘ ৭ বছর ধরে। খুব দুর্ভোগের মধ্যে তাদের যাতায়াত করতে হয়। বর্ষাকালে অবস্থার আরো অবনতি হয়।এই অঞ্চলে গ্রামবাসীদের,হাট বাজার থেকে শুরু করে,স্কুল, হাসপাতালে এমনকি হাসনাবাদের সংযোগকারী একটি মাত্র গুরুত্বপূর্ণ রাস্তা। কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে গিয়ে অনেকেরই রাস্তার মধ্যেই মারা যায় এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। তার আরো বলেন- গাড়ি ঘোড়া চলাচল দুরস্ত ,পায়ে হাটাই তাদের পক্ষে খুব বিপদজনক।

এদিন প্রায় কয়েক'শ গ্রামবাসী রাস্তা সংস্কার দাবিতে বিক্ষোভ দেখায় ।স্থানীয় প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি।

বিক্ষোভকারিরা জানায় ভোট আসলেই প্রতিশ্রুতি মেলে। কিন্তু ভোট ফুরালেই তাদের আর দেখা মেলে না।

North24Paragana1

Dec 01 2023, 20:36

*মধ্যমগ্রামে নবরুপে সজ্জিত চিত্রাঙ্গদা প্রেক্ষাগৃহ উদ্বোধন হল*


 উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রাম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ রোডে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পুরসভার আর্থিক সহায়তায় নবরুপে সজ্জিত চিত্রাঙ্গদা প্রেক্ষাগৃহ শুক্রবার উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, পুরসভা চেয়ারম্যান নিমাই ঘোষ সহ অন্যান্য পৌর প্রতিনিধিগন।

North24Paragana1

Dec 01 2023, 20:23

*মধ্যমগ্রামের সুভাষ ময়দানে শুরু হল জেলা খাদি মেলা*


 উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ থেকে মধ্যমগ্রামের সুভাষ ময়দানে শুরু হল জেলা খাদি মেলা। এদিন মেলার উদ্বোধন করেন ক্ষুদ্র শিল্প, মাঝারী শিল্প ও বস্ত্র দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী,উত্তর ২৪ পরগনার জেলাপরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী,সহ-সভাধিপতি বীণা মণ্ডল ,খাদি পর্ষদে সভাপতি কল্লোল খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌর সভার পৌর প্রতিনিধি গন ও জেলা খাদি ও গ্রামীণ শিল্প পরিষদের আধিকারিক তপনজ্যোতি দাস।আজ মেলার শুভ সূচনা হল। মেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

মন্ত্রী রথীন ঘোষ জানান,"যে কোন মেলা সেটা যদি বিক্রির জন্য হয় , তাহলে মধ্যমগ্রাম হলো আদর্শ জায়গা। খাদি মেলার উদ্যোগ তারা প্রথমবার যখন মেলা করেছিল,তারপর ই তারা বুঝেছে মধ্যমগ্রাম আর্দশ জায়গায়।মধ্যমগ্রাম শহর এখন সফিটিকেশন শহরে পরিচিতি পেয়েছে।

এছাড়াও এই মেলার মধ্যে দিয়ে খাদি শিল্পের প্রসার ঘটানো যাচ্ছে।মূলত রাজ্যে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গুলো স্টল দেওয়া হয়েছে। প্রতি বছরই এই মেলায় ব্যবসা ভালোই হয়। এবারের মেলায় প্রায় ২ কোটির মতো ব্যবসা হবে বলে আশা করছে উদ্যেগতারা